HomeBangladeshপুকুর সেচে বাধা দেয়ায় নারীকে কুপিয়ে হত্যা, মৃত্যু শয্যায় স্বামী

পুকুর সেচে বাধা দেয়ায় নারীকে কুপিয়ে হত্যা, মৃত্যু শয্যায় স্বামী

পুকুর সেচে বাধা দেয়ায় নারীকে কুপিয়ে হত্যা, মৃত্যু শয্যায় স্বামী

পুকুর সেচে বাধা দেয়ার কারনে লক্ষ্মীপুর সদরে নিজ বাড়তে ঢুকে জোৎসনা আক্তার বয়স ৩০ নামে এক মহিলাকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তাদের প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় গুরু ত্বর আহত হয়েছেন স্বামী আলা উদ্দিনও যার বয়স ৩৬ বছর। তাকে সংকটাপন্ন অবস্থায় প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

১৪-ই এপ্রিল – রবিবার। দিনগত রাত ২ টার দিকে উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভূতা গ্রামের মেঘনা বাজার এলাকায় নুরুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত এবং আহত স্বামী-স্ত্রী দুজনের শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জ্ঝতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আহত আলা উদ্দিন (বয়স ৩৬) তার বাবা মৃত শাহে আলম। আহত আলা উদ্দিন পেশায় একজন সাউন্ড সিস্টেম ব্যবসায়ী।

অভিযুক্তরা হচ্ছেন – একই এলাকার বকুলের বাপের বাড়ির ছেলে সিরাজ, মাহফুজ ও নিজাম তাদের বাবার নাম আবদুর রব। তারা সম্পর্কে আলাউদ্দিনের খালাতো ভাই।

আলা উদ্দিনের মামা নুরুল হক পুলিশকে জানান, রমজানে আলাউদ্দিনের নিজ বাড়ির পাশের একটি পুকুরে ড্রেজিংয়ের মাধ্যমে মাটি উত্তোলন করেন অভিযুক্ত সিরাজ। তারপর গেল সপ্তাহে ওই পুকুরে আবারও পানি উত্তলনের জন্য সেচ পাম্প বসান সিরাজ। আলা উদ্দিন বাড়িঘর ভেঙে পুকুরে যাওয়ার আশঙ্কায় বাধা দিলে, আলাউদ্দিনের সঙ্গে সিরাজের কথা কাটাকাটি এবং এক পর্যায়ে হাতাহাতি হয়। এতে ক্ষিপ্ত হয়ে পড়েন সিরাজ।

এরই মাঝে ঈদ উপলক্ষে সিরাজের ভাই পারভেজ ও নিজাম ঢাকা থেকে বাড়ি আসেন। ঐ আগের বিরোধের জের ধরেই রাত ২ টার / ২.৩০ টার দিকে আলাউদ্দিনের বাড়িতে হামলা করে বসেন সিরাজ, মাহফুজ ও নিজামসহ ১৫ জনের একটি সংঘবদ্ধ দল। এই সময় তারা দা দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে আলাউদ্দিন ও তার স্ত্রী জোৎসনা বেগমকে গুরুত্বর আহত করেন তারা।

তারপর স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক জোৎসনা বেগমকে মৃত ঘোষণা করেন। আলা উদ্দিনের অবস্থা সংকটাপন্ন হওয়ার কারনে তাকে তাড়াতাড়ি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

লক্ষ্মীপুর হাসপাতালের কর্মকর্তা ডা. এ কে আজাদ জানান যে, হাসপাতালে নিয়ে আসার আগেই জোৎসনা বেগমের মৃত্যু বরন করেন। তবে তার স্বামী আলা উদ্দিনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন হওয়ার কারনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদের দুজনের শরীরেই ভিন্ন ভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন পাওয়া গেছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ইনচার্জ সাইফুদ্দিন আনোয়ার বলেন, খবর পেয়েই তাড়াতাড়ি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে তদন্ত করে যতদ্রুত সম্ভব দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments